জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী একটিতে এবং অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার ভোটগ্রহন শেষে রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়। উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ'র আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম ৬ হাজার ৫০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৮ ভোট।.
.
টেপাখড়িবাড়ি ইউনিয়নে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম সাহিন ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯৩ ভোট। ইউনিয়নটিতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৬৮০ ভোট।.
.
গয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য) শরীফ ইবনে ফয়সাল মুন (আনারস) ৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র (জামাত সমর্থিত) মোঃ রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। সামসুল হক স্বতন্ত্র (অটোরিক্সা) ২ হাজার ৪৯৬ ভোট। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট। ইউনিয়ন তিনটির নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।.
.
উল্লেখ্যঃ উপজেলার তিন ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ১৩৯ জনপ্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৮০ এবং মহিলা ভোটার ২৫ হাজার ১১৭ জন। গতকাল ১৭ জুলাই সোমবার ২৭টি ভোটকেন্দ্রের ১৬০টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: